দেশের সব পর্যটন স্পটগুলো আজ থেকে চালু
- আপডেট সময় : ০১:৫২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
শর্তসাপেক্ষে কক্সবাজারসহ দেশের সব পর্যটন স্পটগুলো আজ থেকে চালু করা হয়েছে। প্রথম দিনেই পর্যটকদের উপস্থিতিতে চিরচেনা রূপ ফিরে পেয়েছে সমুদ্র সৈকত এবং বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো।
কঠোরবিধি নিষেধের পালনের পরে দীর্ঘ পাঁচ মাস পর সারাদেশে খুলেছে পর্যটন কেন্দ্রগুলো। তবে কেন্দ্রগুলোতে মানতে হবে বেশকিছু শর্ত। সরকারী সিদ্ধান্তে খুশি পর্যটন ব্যবসায়ীরা। জেলা প্রশাসক জানান, স্বাস্থবিধি না মানলে পর্যটন স্পট আবারও বন্ধ করে দেয়া হবে। মাস্কবিহীন কেউ সমুদ্র সৈকতে গেলে জেল-জরিমানার শাস্তিও রাখা হয়েছে।
খুলে দেয়া হয়েছে রাঙামাটির পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোও। হোটেল মোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট সব ব্যবসা প্রতিষ্ঠানে এখন প্রস্তুত তাদের কার্যক্রম পরিচালনায়।
এদিকে, দীর্ঘ ১৩৯ দিন বন্ধ থাকার পর আজ থেকে খুলছে সূর্যদয় সূর্যাস্তের বেলাভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটা। গত ১২ আগষ্ট মন্ত্রি পরিষদ বিভাগের এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির পর স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। ইতোমধ্যে হোটলে মোটেল ও রেস্তোরগুলো পরিস্কার পরিচ্ছন্নসহ স্বাস্থ্যবিধি মেনে পর্যটক আসার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন পর্যটন ব্যবসায়ীরা।