২০২৪ সালের মধ্যেই বে-টার্মিনালে জাহাজ ভেড়ানোর ঘোষণা নৌ-পরিবহন মন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
২০২৪ সালের মধ্যেই চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালের জেটিতে জাহাজ ভেড়ানোর ঘোষণা দিয়েছে নৌ-পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
দুপুরে চট্টগ্রামের হালিশহরে বে-টার্মিনালের জন্য নির্ধারিত এলাকার ভুমী উন্নয়ন কাজের পরিদর্শন শেষে এই ঘোষণা দেন তিনি। বলেন বিশ্বের বেশ কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান বে-টার্মিনালে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করলেও করোনার কারণে শেষ মুহুর্তে তারা পিছিয়ে গেছে। তবে এখন ফের তাদের সঙ্গে যোগাযোগ করছে সরকার। খুব শিগগিরই বড় এই প্রকল্পের অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবার কথা জানান তিনি। বে টার্মিনাল অপারেশনে এলে চট্টগ্রাম বন্দরের দীর্ঘদিনের জট চিরতরে নিরসনের পাশাপাশি উর্দ্ধমুখী আমদানী-রপ্তানী বাণিজ্যের চাপ মোকাবিলা করেও ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরী হবে বলেও জানান মন্ত্রী।