জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা চীন আওয়ামী লীগের
- আপডেট সময় : ০৭:৪৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বৃহত্তর চীন আওয়ামী লীগ। করোনা কালে বাংলাদেশে অবস্থানরত চীন আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে জাতির এ শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা জানান।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবসহ ৭৫’এর ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত উপলক্ষ্যে বিশেষ দোয়া করা হয়। দিবসটি উপলক্ষে মিরপুর দারুল উলুম মাদ্রাসায় হাফেজদেরকে নিয়ে আলাদা মিলাদ ও গণভোজের আয়োজন করে সংগঠনটি। পরে চায়না আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি যাদব দেবনাথের নির্দেশনায় আয়োজিত আলোচনা সভায় চীন আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার মাধ্যমে মোস্তাক ও জিয়াউর রহমান যে ষড়যন্ত্র করেছিল তারই ধারাবাহিকতায় এখনো দেশে বিদেশে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে।