বিনিয়োগ বাড়াতে ব্যাংগুলোর তথ্য প্রবাহে স্বচ্ছতা প্রয়োজন : ড. সালেহউদ্দিন আহমেদ
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৭:৫০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার জন্য বিনিয়োগ বাড়াতে ব্যাংগুলোর তথ্য প্রবাহে স্বচ্ছতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। সকালে ব্যাংকিং অ্যালমানাক তৃতীয় সংস্করণের মোড়ক উম্মোচনের ভার্চুয়াল অনুষ্ঠানে এ মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর। তিনি বলেন, দেশী-বিদেশী বিনিয়োগকারী এবং যারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ে কাজ করে। তাদের জন্য ব্যাংকিং অ্যালমানাক খুব গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. নজরুল হুদা, নেদারল্যান্ডস বাংলাদেশের সাবেক রাষ্ট্রদুত লিয়াকত আলী চৌধুরী, অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশের সাবেক চেয়ারম্যান মো. নুরুল আমীন। তারা বলেন, অ্যালমানাক গ্রন্থটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট গভর্নেন্সের জবাবদিহীতার বিষয়টিকে আরো শক্তিশালী করবে।