পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত-৩ এবং আহত-৩০ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
পাকিস্তানে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে তিনজন নিহত এবং আরও ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছে।
দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর জেলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টায় আশুরার একটি মিছিলে গ্রেনেড ছুড়ে মারে এক ব্যক্তি। ওই হামলাকারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। হামলায় আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বাহাওয়ালপুরের ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। বোমা হামলায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওই এলাকায় মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হছে।