চলন্ত মাহিন্দ্রা থেকে পরে চাকায় পিষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় : ০৫:৫৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরের বাইপাস সড়কে চলন্ত মাহিন্দ্রা থেকে পরে চাকায় পিষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহতের নাম সিদ্দিক সরকার। সকালে শিবচর পৌরসভার বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় ঘুমন্ত অবস্থায় মাহিন্দ্রা থেকে সড়কে ছিটকে পরেন। এ সময় অসাবধানতাবসত চলন্ত ওই মাহিন্দ্রার চাকাটি সিদ্দিক সরকারের বুকে উপর দিয়ে চলে যায়। তাৎক্ষনিক অন্য শ্রমিকরা তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জের শাহজাদপুরের পারকোলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর একটি পিকআপের সংঘর্ষে পাশা খান নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে।ভোরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুরের পাড়কোলায় এ দূর্ঘটনা ঘটে।
এদিকে, দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনিতে মাথায় পাথর পড়ে আব্দুল মান্নান শেখ নামে এক শ্রমিক নিহত হন। নিহত মান্নান রংপুর জেলার বদরগঞ্জের বাসিন্দা ।