বরিশালের ঘটনায় কাউকেই পানি ঘোলা করতে দেয়া হবে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
বরিশালের ঘটনায় কাউকেই পানি ঘোলা করতে দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা এবং অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বরিশালের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ হুশিয়ারি দেন তিনি। প্রশাসন ক্যাডারদের সংগঠনের বিবৃতি দেয়া প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, এটি এখন তদন্তনাধীন বিষয়, তাই এবিষয়ে কারো বিবৃতিই সমীচীন নয়।