২১ আগস্টে নৃশংস গ্রেনেড হামলায় আহত কৃষ্ণা পাটিকর এখনো কোনো সহযোগিতা পাননি
- আপডেট সময় : ০১:৩০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
২০০৪ সালের ২১ আগস্টে নৃশংস গ্রেনেড হামলায় আহত চাঁদপুরের কৃষ্ণা পাটিকর এখনো কোনো সহযোগিতা পাননি। দীর্ঘ ১৭ বছরের মানবেতর জীবনযাপনের অবসানে আবেদন জানিয়েছেন দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। অপরদিকে ওই হামলায় নিহত শহীদ কুদ্দুস পাটোয়ারী পরিবারের দাবি তার নামে স্থাপনা নির্মাণের।
শরীরে স্প্রিন্টার বিদ্ধ হওয়ার দাগ আজও মুছেনি ২১শে আগস্টের গ্রেনেড হামলায় আহত কৃষ্ণার। ওই সমাবেশে যোগ দেন চারবন্ধুসহ। হামলার পর গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসা নিয়ে ফিরে আসেন বাড়ি। নিহত ও আহত পরিবারের সদস্যদের দলীয়ভাবে সাহায্য সহযোগিতা করা হলেও দীর্ঘ ১৭ বছরে কোন প্রকার সাহায্য সহায়তা পাননি কৃষ্ণা।
ওই ঘটনায় কৃষ্ণার আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব প্রাঞ্জল। অপরদিকে আহত কৃষ্ণার বিষয়টি দল থেকে বিবেচনার আহ্বান করেছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে ছোট ভাইকে হারানোর বেদনা এখনো কাঁদিয়ে বেড়ায় বড় ভাই হুমায়ূন কবীর পাটোয়ারীসহ পরিবারের অন্যান্য সদস্যদের।
অপরদিকে, দোষীদের দ্রুত বিচার কার্যক্রম বাস্তবায়নের দাবি চাঁদপরের নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিক ও শহীদ কুদ্দুস পাটোয়ারীর পরিবারের।