হাতিয়ায় ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে দিনে-রাতে দু’বার ভাসছে বিশ গ্রামের মানুষ
- আপডেট সময় : ০১:৪২:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাতিয়ায় ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে দিনে-রাতে দু’বার ভাসছে বিশ গ্রামের মানুষ। লোনা পানিতে বন্ধ হয়ে গেছে চাষাবাদ। মরে যাচ্ছে গাছপালা ও পুকুরের মাছ। এলাকা ছেড়ে চলে যাচ্ছে শত শত পরিবার। বাঁধটি দ্রুত সংস্কার না হলে মানবিক বিপর্যয়ের আশংকা করছে পরিবেশবিদরা।
মেঘনার তীরে সাত কিলোমিটার বেড়িবাঁধ না থাকায় দিন-রাতে দু’বার করে ভাসছে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনি ও চানন্দি এলাকার কয়েক হাজার মানুষ। জোয়ারের পানিতে ভেসে যাওয়ার ভয়ে নির্ঘুম রাত কাটে তাদের।
লোনা পানিতে বন্ধ হয়ে গেছে ধান, বাদাম, সয়াবিনসহ সব ধরনের ফসল চাষ। মরে যাচ্ছে পুকুরের মাছ, গাছ আর গবাদি পশুর ঘাস।
লোনা পানিতে পরিবেশ, স্বাস্থ্য ও কৃষিতে দীর্ঘ মেয়াদে বিরুপ প্রভাব পড়ার আশংকা করছেন পরিবেশবিদরা। শিগগিরই বেড়িবাঁধ নির্মান করা হবে বলে জানিয়েছে, পনি উন্নয়ন বোর্ড। ২০১৫ থেকে নদী ভাঙ্গনের সময় বেড়িবাঁধ ভাঙ্গা শুরু হয়। এখন প্রতি বছর প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।