গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহি কোচের চাপায় তিন মোটর সাইকেল আরোহী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহি কোচের চাপায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
সকালে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ থেকে করিম, ভূট্টু ও মাহবুব নামের তিন ব্যক্তি মোটর সাইকেল যোগে রংপুর অভিমুখে যাওয়ার সময় তালতলা জুনদহ ব্রীজের নিকট পৌছিলে রংপুর থেকে ঢাকাগামী পায়েল পরিবহনের একটি কোচ তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘাতক কোচটি আটক করেছে।