বনানী ও উত্তরা এলাকা থেকে প্রায় ৫০০ গ্রাম ভয়ংকর মাদক আইসসহ দশ জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:১০ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
রাজধানীর বনানী ও উত্তরা এলাকা থেকে প্রায় ৫০০ গ্রাম ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ বা আইসসহ দশ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
দুপুরে অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান। এ সময় আটক ক্রিতদের কাছ থেকে ৫০০ গ্রাম আইস এ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকার বেশি। জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা উত্তরের বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে ভয়াবহ মাদক ক্রিস্টাল মেথ-আইস সেবন এ ব্যবসার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে এই সিন্ডিকেটের সদস্যদের আটক করা হয়। এদের অধিকাংশই উচ্চবিত্ত শ্রেণির সন্তান বলেও জানান তিনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বলেন আইস সিন্ডিকেটের নেটওয়ার্ক বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছেন তারা।