ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছে প্রায় সাড়ে ৯ হাজার বন্দী
- আপডেট সময় : ০১:১৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছে প্রায় সাড়ে ৯ হাজার বন্দী। কিন্তু তাদের মধ্যে কেউই এখনও পায়নি করোনার টিকা। সারাদেশের কারাগারে থাকা প্রায় ৮০ হাজার বন্দির জন্য টিকা চায় কারা কর্তৃপক্ষ। এরইমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চিঠিও দিয়েছে তারা।
তথ্য মতে, কেন্দ্রীয় কারাগারের মত দেশের সব কারাগারের অবস্থা একই। সারা দেশে কারাগারে থাকা প্রায় ৮০ হাজার বন্দীর কেউই এখন পর্যন্ত পায়নি করোনার টিকা। এদিকে কারা কর্তৃপক্ষ আরও জানিয়েছে বন্দিদের মধ্যে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন খুবই নগন্য। টিকা পেতে স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন। তিনি আরো জানান, প্রায় ১৫ হাজার সাজাপ্রাপ্ত কয়েদী অগ্রাধিকার পাবে টিকায়। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশীদ আলম বলেন, তাদের জন্য অগ্রাধিকার তালিকা করা হয়েছে।