উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে নদীর পানি বৃদ্ধি পেয়েছে
- আপডেট সময় : ০১:১৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরে নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বিপদসীমা এখন ছুঁইছুঁই করছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি আরও ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে রোববার সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে বিপদসীমার ৬ সেন্টিমিটার এবং একই সময়ে কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার মাত্র ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
মানিকগঞ্জের যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে গেল ২৪ ঘন্টায় ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অনেক পুকুর ইতি মধ্যে বন্যার পানিতে ভেষে গেছে।
গেল ২ সপ্তাহ ধরে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সিডি খাঁন ইউনিয়নের নতুন চরদৌলাতখাঁ গ্রামের প্রায় শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি আড়িয়াল খাঁ নদে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে গ্রামের মসজিদ, সত্তার মাওলানার বাজারসহ কবর স্থান ও পাকাভবন।
পদ্মা নদীর পানি অব্যাহত ভাবে বৃদ্ধি পাওয়ায় ফরিদপুরে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। পদ্মা নদীর পানি গোয়লন্দ পয়েন্টে ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন তা বিপদ সীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।