কাবুল বিমানবন্দরে আইএসের আফগানিস্তান শাখা হামলা চালাতে পারে
- আপডেট সময় : ০২:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
কাবুল বিমানবন্দরে আইএসের আফগানিস্তান শাখা হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্র ও মিত্রশক্তিগুলোকে সহায়তাকারী হাজার হাজার আফগান ও তাঁদের পরিবারকে সরিয়ে নেওয়া কার্যত অসম্ভব বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন।
মার্কিন নাগরিকদের ‘কাবুল বিমানবন্দরের সামনের ফটক এলাকা’ এড়িয়ে চলার পরামর্শ দিয়ে শনিবার জরুরি নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, লোকজনকে বিমানবন্দরে আনার জন্য ভিন্ন রুট খুঁজে বের করার চেষ্টা করছেন তাঁরা। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। আইএসের পক্ষ থেকেও প্রকাশ্যে হামলার হুমকি দেয়া হয়নি। এদিকে, ইইউ’র বৈদেশিক নীতিবিষয়ক প্রধান জোসেফ ব্যারেল বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাতকারে বলেন, কাবুল বিমানবন্দরে যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি করছে। এ কারণে ইইউ’র জন্য কাজ করেছেন—এমন অনেক আফগান বিমানবন্দরে ঢুকতে পারছেন না। এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ জানানো হয়েছে।