জিয়াউর রহমানের হাত ধরে দেশে রক্তপাতের রাজনীতি শুরু হয়েছে : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
জিয়াউর রহমানের হাত ধরে দেশে রক্তপাতের রাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, ১৫ আগস্টের পলাতক খুনিদের দেশে এনে বিচারের রায় কার্যকর করা হবে। খুনিরা ভেবেছিল বাংলাদেশে তাদের বিচার হবে না। আইনের পথকে অসম্ভব করে রেখেছিল বঙ্গবন্ধু হত্যাকান্ডের সুবিধাভোগীরা। কিন্তু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসম্ভবকে সম্ভব করা হয়েছে। ২১ আগস্টের জঘন্যতম ঘটনার সাথে জড়িতদেরও শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।পরে, মোংলা বন্দরের আয়োজনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা নাসেরিয়া ফাজিল মাদ্রাসা ও এতিম খানায় দু:স্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন।