মেলান্দহ-মাদারগঞ্জ উপজেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
জামালপুরে মেলান্দহ-মাদারগঞ্জ উপজেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে শহরের বেম্বো গার্ডেনে মেলান্দহ-মাদারগঞ্জ উপজেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান। বক্তব্য দেন কেন্দ্রীয় মৎস জীবিপার্টির আহ্বায়ক শামসুল আলম লিপটন, এডভোকেট আনিসুর রহমানসহ আরো অনেকে। এ সময় বক্তারা, ভেদাভেদ ভুলে জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।