অভ্যুত্থান ছাড়া সরকার হটানো যাবে না : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৩৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সরকার হটাতে জনগণকে সঙ্গে নিয়ে অভ্যুত্থান করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকারকে তাঁবেদার বলে সমালোচনা করেন তিনি। সরকার তার মুখের কথাকে সংবিধান বলে চালাচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল। সকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীর কারামুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে নাগরিক সভা করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।
আলোচনায় অংশ নিয়ে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান বলেন, বর্তমান সরকারের পায়ের নিচে মাটি নেই।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশের বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। কারণ সরকার যেটা মুখে বলে সেটাই এখন সংবিধান। বিচার বিভাগকে সম্পূর্ণভাবে দলীয়করণ করা হয়েছে।
ফ্যাসিস্ট সরকার হটাতে জনগণকে সঙ্গে নিয়ে অভ্যুত্থান করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।
পদত্যাগ করে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।