৭৫ ‘এ বঙ্গবন্ধু হত্যাকান্ডের মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউর রহমান : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৯:১৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৭৫ ‘এ বঙ্গবন্ধু হত্যাকান্ডের মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউর রহমান আর ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় ছিলেন তারেক রহমান। দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়াল বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ১৫ আগস্টে বেগম জিয়ার ভূয়া জন্মদিন পালন দেশের রাজনৈতিক ইতিহাসে নিকৃষ্টতম নজির।
রোববার চট্টগ্রামে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় ঢাকার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপিকে হত্যার রাজনীতির উত্তরাধিকারী উল্লেখ করে তিনি বলেন, এদেশে হত্যা ও সন্ত্রাসের জনকও তারা।
১৫ আগস্ট হত্যাকান্ডে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা নেই, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বিকেলে মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতাদের সমালোচনার জবাব দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
পরে করোনাকালীন অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।