দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকার প্রস্ততি নিচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকার প্রস্ততি নিচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। চীন থেকে ছ’কোটি ভ্যাকসিনের চালান আসলে শিল্প শ্রমিকদের সপরিবারে টিকার আওতায় আনা হবে বলেও জানান তিনি।
সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক বসে। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সিদ্ধান্তগুলো গণমাধ্যমের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। তিনি জানান, বরিশালে প্রশাসন ও রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের ঘটনা সমঝোতায় পৌঁছানো স্বস্তিজনক। এ ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, বিএএসএর বিবৃতির ভাষা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। বৈঠকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক আইন, ২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।