শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে জাতিকে মেরুদণ্ডহীন করার অভিযোগ বিএনপি’র
- আপডেট সময় : ০৭:২১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা মোকাবেলায় অপরিকল্পিতভাবে হলেও সবকিছু খুলে দেয়া হয়েছে। অথচ, শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে জাতিকে মেরুদণ্ডহীন করা হচ্ছে। মহামারি মোকাবিলায় বিশ্বের সব দেশ পরিকল্পনা করে কাজ করলেও বাংলাদেশেই কোনো পরিকল্পনা নেই। বিএনপি’র গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
বিএনপি’র গুলশান কার্যালয়ে দলের করোনা সেলে চিকিৎসা সামগ্রী হস্তান্তর করে জিয়া পরিষদ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা মহামারি রোধে টিকা নিয়ে মিথ্যাচার করছে সরকার। করোনায় সবার মধ্যে এক ধরনের পরিবর্তন এসেছে। কিন্তু, সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই বলে দাবি করেন তিনি।
বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমানের সম্পৃক্ততার অভিযোগ প্রসংঙ্গে বিএনপি মহাসচিব বলেন, জাতিকে বিভ্রান্ত করতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাজনৈতিক শিষ্টাচার বহির্ভুত কথা বলছেন।
মির্জা ফখরুল বলেন, দেশে এখন কারোরই কথা বলার স্বাধীনতা নেই। এমনকি আইনের ফাঁদে পড়ে সাংবাদিকরাও এখন সেল্ফ সেন্সর করতে বাধ্য হচ্ছেন।