ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
অত্যন্ত ভদ্র কূটনীতিক হিসেবে পরিচিত এই পররাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে এবং সরকারকে ধন্যবাদ জানান দায়িত্ব পালনকালে তাকে সার্বিকভাবে সহযোগিতার জন্য। কূটনীতিক হিসেবে অবসর নিলেও তিনি তেহরান বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং গবেষণা কাজে মনোনিবেশ করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। ২০১৩ সালের জুন মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রেসিডেন্ট হাসান রুহানি জাতিসংঘে নিযুক্ত ইরানের সাবেক স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদ জাভেদ জারিফকে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দেন। ২০১৭ সালে পুনর্নির্বাচিত হওয়ার পরও জাভেদ জারিফকে তার পদে বহাল রাখেন প্রেসিডেন্ট রুহানি। ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মোহাম্মদ জাভেদ জারিফ।