সচিবের অসুস্থ্য মায়ের সেবায় ২৪ জন কর্মকর্তা-কর্মচারিকে দায়িত্ব দেয়ার বিষয়ে কোনো চিঠি ইস্যু হয়নি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
সচিব রওনক মাহমুদের অসুস্থ্য মায়ের সেবায় হাসপাতালে ২৪ জন কর্মকর্তা-কর্মচারিকে দায়িত্ব দেয়ার বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো চিঠি ইস্যু হয়নি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, সকালে একনেক সভায় সচিব জানান এ ধরনের কোনো কাজ করতে নির্দেশ দেয়া হয়নি। তিনি নিজেও ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। তার ৯৫ বছর বয়সী মা করোনায় আক্রান্ত হলে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। তিনি অসুস্থ্য মাকে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছেন। মন্ত্রণালয় ও অধিদপ্তরের কেউ কেউ হাসপাতালে সহানুভূতি জানাতে যেতে পারেন। কিন্তু, সেখানে তিনি কাউকে কোনো দায়িত্ব দেননি বলে জানান প্রাণিসম্পদ মন্ত্রী।