সিআইডি অফিসারের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ মামলার তদন্ত গোয়েন্দা বিভাগে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / ১৬৮০ বার পড়া হয়েছে
দিনাজপুরে মা-ছেলেকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলা পুলিশের গোয়েন্দা বিভাগে স্থানান্তর করা হয়েছে। মামলায় আরো ৫ জনকে আসামী করা হয়েছে। এ নিয়ে আসামীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জন।
পুলিশের গোয়েন্দা বিভাগ মামলাটির তদন্তভার গ্রহণের পর কাজ শুরু করেছে। এছাড়া গ্রেফতার ৫ আসামির একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল রাতে আসামি পলাশের জবানবন্দি রেকর্ড করা হয়। গ্রেফতারকৃত সিআইডির তিন সদস্যসহ ৫ আসামিকে কারাগারে রাখা হয়েছে।
সোমবার চিরিরবন্দরের নান্দেরাই গ্রামে একটি বাড়ি থেকে মা জোহরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে আটক করে নিয়ে যায় রংপুর সিআইডি’র এএসপি শাহরিয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল ফারুক। পরে জাহাঙ্গীরের মোবাইল থেকে স্বজনদের কাছে ফোন করে ৫০ লাখ টাকা দাবি করে তারা। এ অভিযোগে পরে জাহাঙ্গীর বাদী হয়ে একটি মামলা করেন।