মাদারীপুর ও ফরিদপুরে নদীর পানি বেড়েছে
- আপডেট সময় : ০২:১৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
উজানের ঢল ও ভারী বৃষ্টিতে মাদারীপুর ও ফরিদপুর নদীর পানি বেড়েছে। এতে, পানিবন্দী হয়ে পড়েছেন নিম্নাঞ্চলের হাজারো মানুষ।অন্যদিকে দেখা দিয়েছে নদী ভাঙ্গন।
মাদারীপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদে পানি বৃদ্ধির সাথে সাথে বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভিটে মাটি, জমি হারিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছেন ভাঙ্গন কবলিতরা। গত দুই সপ্তাহ ধরে জেলার শিবচর উপজেলার বহেরাতলা, ঘুনচী ও কলাতলা গ্রামের প্রায় অর্ধশতাধিক বসতবাড়ি ও ফসলি জমি ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে।
গত ২৪ ঘন্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি ৪ সেন্টিমিটার কমে তা এখন বিপদসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।অন্যদিকে অনেক এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙ্গন।
পদ্মা নদীতে পানি কমতে শুরু করলেও কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চিলমারিসহ চার ইউনিয়নে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। টানা বর্ষণ ও জোয়ারের পানিতে সৃষ্ট বন্যায় ওই চার ইউনিয়নে প্রায় ৩ হাজার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়রা জানায়, একটি বেরি বাঁধ না থাকায় চিলামারিসহ চারটি ইউনিয়ন প্রতি বছরেই বন্যার পানিতে প্লাবিত হয়।