পূর্ব বিরোধের জের ধরে পুকুরে বিষ প্রয়োগে মাছ মেরে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
জামালপুর শহরের দাপুনিয়া এলাকায় পূর্ব বিরোধের জের ধরে পুকুরে বিষ প্রয়োগে মাছ মেরে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
দুপুরে শহরের বানিয়াবাজারে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী খালেদা বেগম। এ সময় তিনি অভিযোগ করেন,গেল ১৩ জুলাই পার্শবর্তী মোজাম্মেল,তাপস,সজল জোর করে তাদের দেশীয় মাছ উৎপাদিত পুকুরে বিষ প্রয়োগ করে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এদিকে, গোপালগঞ্জ মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলার গোবরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী টুটুল। দুপুরে গোবরা ইউনিয়ন পরিষদের নবর্নিমিত লাইব্রেরী ভবনের সামনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।