ঢাকাগামী হাওড় এক্সপ্রেসের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহ রেল স্টেশনের কাছে বলাশপুর এলাকায় ঢাকাগামী হাওড় এক্সপ্রেসের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।
সকালে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ জংশনে প্রবেশ করার আগে প্রায় এক কিলোমিটার দূরে বলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ময়মনসিংহের কেওয়াটখালি লোকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যে সেটিও ময়মনসিংহ রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এরপর উদ্ধারকারী ট্রেনকে আবার লাইনে ওঠান রেলওয়ের কর্মচারীরা। বেলা দুইটার দিকে হাওর এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।