গোপালগঞ্জ শহরে সরকারী জায়গা অবৈধ দখলমুক্ত করে বিনোদনের জন্য তিনটি শিশুপার্ক নির্মাণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ শহরে সরকারী জায়গা অবৈধ দখলমুক্ত করে বিনোদনের জন্য তিনটি শিশুপার্ক নির্মাণ করা হয়েছে।জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এ পার্কগুলো নির্মাণ করা হয়।
সকালে পার্কগুলো উদ্বোধন করে প্রত্যেকটি শিশুপার্কে একটি করে বকুল ফুলের চারা রোপন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। শহরের বাকচীবাড়ী ও তেঘরিয়া এলাকায় এবং সদর উপজেলার মাঝিগাতীতে এসব শিশুপার্ক নির্মান করা হয়। শিশুপার্কগুলোতে বিনোদনের জন্য দোলনা, রাইডার ও বসার বেঞ্চ নির্মাণ করা হয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উপস্থিত ছিলেন।