করোনা মোকাবেলায় শেখ হাসিনার সরকার বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
করোনা মোকাবেলায় শেখ হাসিনার সরকার বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে- উপজেলা পরিষদ আয়োজিত সেন্ট্রাল অক্সিজেন ও হাই-ডিপেন্ডেন্সি ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় হানিফ আরো বলেন, সীমিত সম্পদ নিয়ে শেখ হাসিনার সরকার দক্ষতার সাথে করোনা মোকাবিলা করছে। পরে তিনি মিরপুর উপজেলা পরিষদ আয়োজিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।