এবার নওগাঁয় পোকার আক্রমণ আর প্রতিকূল আবহাওয়ায় আউশের ফলন ভালো হয়নি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
এবার নওগাঁয় পোকার আক্রমণ আর প্রতিকূল আবহাওয়ায় আউশের ফলন ভালো হয়নি। প্রতি মণ ধান বিক্রি হচ্ছে অন্য বছরের তুলনায় দু’শ টাকা কমে মাত্র ৮’শ টাকায়। এজন্য চাল আমদানিকে দুষছে ব্যাবসায়ীরা। তবে মন্ত্রী বলছেন, চালের দামে লাগাম টানতেই আমদানির সিদ্ধান্ত নিয়েছেন।
বছরের উদ্বৃত্ত ফসল হিসেবে নওগাঁয় কৃষকের গোলায় উঠছে আউশ ধান। কিন্তু তাদের মনে আনন্দ নেই। এ বছর প্রতি বিঘায় ফলন হয়েছে গড়ে ১৩ মন। অন্য বছরের তুলনায় অন্তত পাঁচ মন কম। এছাড়া, প্রতি মন ধান বিক্রি হচ্ছে মাত্র ৮’শ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, চাল আমদানির কারনে মিলে ধানের চাহিদা কমেছে। এজন্য দামও কমেছে । খাদ্যমন্ত্রী বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে চায় একটি পক্ষ। সেটা মোকাবেলায় চাল আমদানি করতে হয়েছে। এরফলে ধান-চালের দামের সমন্বয় হবে।
এ বছর জেলায় আউশ চাষ হয়েছে ৫৭ হাজার ৬’শ হেক্টর জমিতে।