ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবিতে এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০২:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবিতে এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। ঘটনার তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। জেলা প্রসাশনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে। আর কোন নিখোঁজের তথ্য না থাকায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। এদিকে, রাতেই জেলা সদর হাসপাতাল থেকে স্বজনদের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে লইসকার বিলের আকাশ-বাতাস। কেউ হারিয়েছে মেয়ে, কেউ হারিয়েছেন ভাই ও স্বামীকে। আবার এক সাথে মিলেছে মা ছেলের মরদেহ। শুক্রবার বিকেলে সিমনা-ব্রাহ্মণবাড়িয়ায় বালুবোঝাই ট্রলারের সঙ্গে যাত্রীবোঝাই ট্রলারের সংঘর্ষের পর ঘটনাস্থলের চিত্র এমনই ছিল রাতভর। ঘটনার পর স্থানীয়রাই প্রথমে উদ্ধার অভিযান নামে। ট্রলারের নিচে পড়ে যাওয়ায় নারী ও শিশুদের প্রাণহানি ঘটেছে বেশি। গত রাত সাড়ে ৯টার পর কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার অভিযানে দেরি হওয়ার স্বজনরা ক্ষোভ জানান।
খবর পেয়ে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান ও পুলিশ সুপার মোঃ আনিসুর রহমার ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রসাশনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা প্রদান করার কথা জানানো হয়।
এদিকে, ট্রলারডুবির ঘটনায় চালকসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। আর কোন নিখোঁজের তথ্য না থাকায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এদিকে, নিরাপত্তার স্বার্থে বিজয়নগর থেকে সব ধরনের নৌ-চলাচল বন্ধ করেছে প্রশাসন।