সরকার ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে : ডাঃ মুরাদ হাসান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান।
দুপুরে সরিষাবাড়ি পৌরসভার আয়োজনে সৌর বিদ্যুৎ সড়কবাতি কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৌর শক্তিকে কাজে লাগিয়ে সৌর বিদ্যুতের মাধ্যমে দেশের মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন, সরিষাবাড়ি পৌর মেয়র মনির উদ্দিন, পৌর কাউন্সিলর মোহাম্মদ মুকুলসহ আরো অনেকে।