মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে : দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান
দুপুরে সাভারে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বংশী নদীতে মাছের পোনা ছাড়ার সময় তিনি একথা বলেন। এসময় ত্রাণ প্রতিমন্ত্রী আরো বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে দেশের নদী-নালায় মাছ অবমুক্ত করার ফলে সারাদেশের নদ-নদীতে তা ছড়িয়ে পড়ছে। বংশী নদীতে ৫০ কেজি বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্তসহ মৎস্য চাষীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুল হাসান সরকারসহ আরো অনেকে।