বাংলাদেশে তালেবান ও জঙ্গী নেই আছে শুধু কিছু সন্ত্রাসী বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বাংলাদেশে তালেবানও নেই, কোনো জঙ্গীও নেই। আছে শুধু অরাজকতা সৃষ্টিকারী কিছু সন্ত্রাসী বাহিনী। এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায়- আলী সুপার মার্কেটের উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করে। বাংলাদেশে অনেক ছোট ছোট সন্ত্রাসী দল থাকলেও তাদের ব্যাপক বিধ্বংসী তৎপরতা চালানোর কোনো ক্ষমতা নেই জানিয়ে মন্ত্রী বলেন, তালেবানরা বিভিন্ন পড়া শক্তির হাত ধরে সেই সেদেশের ক্ষমতায় এসেছে এবং বাংলাদেশ থেকে কাবুল অনেক দুরে বলে বাংলাদেশে এর কোন প্রভাবও নেই।