চট্টগ্রামের করোনা টিকা কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা যেন কিছুতেই কমছে না
- আপডেট সময় : ০১:৩৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের করোনা টিকা কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা যেন কিছুতেই কমছে না। দিন যত যাচ্ছে টিকা প্রত্যাশীদের ভিড় ততই বাড়ছে। এই বাস্তবতায় কেন্দ্র বাড়াতে স্বাস্থ্য বিভাগকে চিঠি দিয়েছে করোনা হাসপাতালগুলোর কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, অতিত অভিজ্ঞতাকে কাজে লাগালে এখানেও শৃঙ্খলা ফেরানো সম্ভব। তবে তার জন্য উদ্যোগ নিতে হবে স্বাস্থ্য বিভাগকে। আর স্বাস্থ্য বিভাগ বলছে, পর্যাপ্ত টিকার ব্যবস্থা হলেই কেন্দ্র বাড়ানোসহ নানামুখি পদক্ষেপ নেবেন তারা।
চট্টগ্রামের কোভিড ডেটিকেটেড আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের চিত্র এটি। টিকা প্রত্যাশীদের ভীড় হাসপাতাল ভবনের চার তলা ছাড়িয়ে রাস্তায় পর্যন্ত গড়িয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ, সিটি কর্পোরেশন মেমন হাসপাতালসহ মহানগরের ১১টি আর জেলার ১৪টি টিকা কেন্দ্রের প্রতিদিনেরই চিত্র এখন এমন।করোনার বিস্তার ঠেকাতে যেখানে লোক সমাগম নিরুৎসাহিত করা হচ্ছে, সেখানে টিকা কেন্দ্রগুলোতে এমন বিশৃঙ্খল অবস্থায় উদ্বিগ্ন কর্তৃপক্ষ। দ্রুত কেন্দ্র সংখ্যা বাড়াতে স্বাস্থ্য বিভাগকে তাগিদও দিয়েছেন তারা।
আর সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত স্বাস্থ্য অবকাঠামো আর টিকাদানের অভিজ্ঞ জনবলের অভাব নেই স্বাস্থ্য বিভাগে। একটু পরিকল্পনা আর উদ্যোগ নিলেই কেন্দ্রগুলোতে শৃঙ্খলা ফেরানো সম্ভব বলে মনে করেন এই চিকিৎসক।
আর স্বাস্থ্য বিভাগ বলছে, কেন্দ্র বাড়ানো, দক্ষ জনবল তৈরী ও ব্যবহারসহ বেশ কিছু পরিকল্পনা আছে তাদের। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত টিকার মজুদ না থাকায় এসব পরিকল্পনা এখনো বাস্তবায়ন করা হচ্ছে না।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনার টিকা পেতে নিবন্ধন করেছেন ৩০ লাখেরও বেশি মানুষ। যাদের মধ্যে টিকার আওতায় এসেছে ১৭ লাখের কাছাকাছি। অপেক্ষায় আছেন আরো ১২ লাখ মানুষ। যাদের জন্য নির্ধারিত আছে মহানগরের ১১টি আর উপজেলা পর্যায়ের ১৪টি কেন্দ্র।