যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডাররা কাবুল বিমানবন্দরে আরেকটি হামলার আশঙ্কা
- আপডেট সময় : ০১:৪৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডাররা কাবুল বিমানবন্দরে আরেকটি হামলার আশঙ্কা করছেন। চূড়ান্তভাবে আফগানিস্তান ত্যাগের একদম শেষ পর্যায়ে রয়েছে যুক্তরাষ্ট্র। এমন সময়ে দেশটির প্রেসিডেন্টের কাছ থেকে কাবুলে আরেকটি সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্কতা এল।
বাইডেন বলেন, আফগান পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রবল। মার্কিন কমান্ডাররা তাঁকে জানিয়েছেন—আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে হামলার প্রবল আশঙ্কা রয়েছে। কাবুলের মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় বলেছে, একটি সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকির কারণে কাবুল বিমানবন্দরের আশপাশের সব মার্কিন নাগরিকের অবিলম্বে এই এলাকা ত্যাগ করা উচিত। এর আগে কাবুলের বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ অন্তত ১৭৫ জন নিহত হন। এর দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের আফগান শাখা আইএসকেপি। ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান ছাড়বে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে, নিরাপত্তা শঙ্কা থাকা সত্ত্বেও তারা শেষ মুহূর্ত পর্যন্ত কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেবে।মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়—যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ১ লাখ ১৭ হাজার মানুষকে কাবুল বিমানবন্দর থেকে সরিয়ে নিয়েছে।