জন্মাষ্টমী উপলক্ষে এবার মহা শোভযাত্রা হবে না চট্টগ্রামে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এবার মহা শোভযাত্রাসহ বড় কোন আনুষ্ঠানিকতা হবে না চট্টগ্রামে। অনুষ্ঠানের জন্য বরাদ্দ করা টাকা ব্যয় করা হবে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানায় জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ। ধর্মীয় এই সংগঠনের নেতারা জানান, প্রতিবছর বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করেন তারা। কিন্তু মহামরি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসমাগম হওয়ার সব ধরণের আনুষ্ঠানিকতা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে মন্দিরগুলোর অভ্যন্তরে স্বাস্থ্যবিধি মেনে পুজা ও সমবেত প্রার্থনা ও মঙ্গলিক অনুষ্ঠানগুলো অব্যহত রাখা হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনটির সভাপতি সুকুমার চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন উপস্থিত ছিলেন।