আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ ড. কামালের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
জনগণের অধিকার রক্ষার আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
সকালে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এ নির্দেশনা দেন তিনি। এসময়ে সরকারের লুটপাটের সমালোচনা করে সংগঠনকে শক্তিশালী করতে পাড়া-মহল্লায় সবাইকে ঐক্যবদ্ধ করার আহবান জানান তিনি। সভায় বিশেষ অতিথির বক্তব্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী দলছুট নেতাকর্মীদের দলে ফেরাতে উদ্যোগী হওয়ার আহবান জানান। এসময় তিনি আরো বলেন, অভিমান নয়- দল গোছানোই এখন মূল লক্ষ্য হওয়া উচিত সব দলের নেতাকর্মীদের।