আগামী বছর তিনটি মেগা প্রকল্পের উদ্বোধন
- আপডেট সময় : ০৭:৪১:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
আগামী বছর তিনটি মেগা প্রকল্পের উদ্বোধন হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জুন মাসে পদ্মা সেতু, এরপর কর্ণফুলীর নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল এবং বছরের শেষনাগাদ মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মেট্রোরেল এখন আর স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা। রাজধানীর দিয়াবাড়ী থেকে পল্লবী পর্যন্ত মেট্রো রেলের পারফরম্যান্স টেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান।
৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৬৮ শতাংশ। ২০ কিলোমিটার ভায়াডাক্টের মধ্যে ১৭ কিলোমিটার ভায়াডাক্টের ইরেকশন শেষ হয়েছে। ১৭টি স্টেশনের নির্মাণ কাজ চলছে।
ভায়াডাক্টের উপর মেট্রো ট্রেনের পারফরম্যান্স টেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঘুরে দেখেন মেট্রোরেলের কোচগুলো। পরে ওবায়দুল কাদের বলেন, বিরোধীদের অপপ্রচারের জবাব, উন্নয়নের মাধ্যমে দেবে সরকার।
পদ্মা সেতু,কর্ণফুলী নদীর উপর বঙ্গবন্ধু টানেল,এমআরটি লাইন-৬ এর উদ্বোধনে সরকারের পরিকল্পনা তুলে ধরেন ওবায়দুল কাদের।
পরে সবুজ পতাকা নাড়িয়ে মেট্টো ট্রেনটিকে ভায়াডাক্টের উপর চলাচল পরিক্ষণের নির্দেশনা দেন মন্ত্রী। শুরু হয় পরীক্ষামূলক চলাচল। উত্তরা ডিপো থেকে ৪টি স্টেশন ঘুরে ফিরে আসে মেট্টোরেল। এদিন গতি থাকে ঘন্টায় ২৫ কিলোমিটার।