প্রথমবারের মতো আনসার আল ইসলামের এক নারী সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৮:০০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ১৭৫৮ বার পড়া হয়েছে
প্রথমবারের মতো আনসার আল ইসলামের এক নারী সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম- সিসিটিসি। সংস্থার প্রধান জানান, গ্রেফতারকৃত নারী জঙ্গি অনলাইনে সদস্য সংগ্রহ করতো। এদিকে অভিনব কায়দায় প্রতারণা চক্রের হোতাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই। এই চক্রের সদস্যরা বিদেশী মুদ্রা বিনিময়ের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় বলে জানান পিবিআই কর্মকর্তা।
উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরোনোর আগেই জঙ্গীবাদে হাতে খড়ি ২০ বছর বয়সী নাবিলার। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে জঙ্গীবাদে প্রচারোনায় নিজেকে সপে দিয়েছেন তিনি। ২০২০ সাল থেকে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিতুমীর মিডিয়ার সাথে যুক্ত হন তিনি। এর পর থেকে যুব সমাজকে অনলাইনে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে আসছে জোবায়দা সিদ্দিকা ওরফে নাবিলা। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সন্মেলনে এমনটাই দাবি সিসিটিসি প্রধান আসাদুজ্জামানের।
রাজধানীতে বিদেশি মুদ্রা বিনিময়ের নামে মানুষের সাথে প্রতারনা নতুন কিছু নয়। কেরানীগঞ্জের এক ব্যাবসায়ীর কাছ থেকে ২ লাখ টাকা হাতি নেয়া এমন একটি চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই। আনুষ্ঠাকি ব্রিফিং এ পুলিশ কর্মকর্তারা জানান, এ চক্রটি জাল মুদ্রার প্রলোভনে ফেলে ব্যবাসীয়দের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নিয়ে আসছে। ভুক্ত ভোগী এক ব্যসায়ীর করা মামলা তদন্তে চক্রের দু’জনকে আটক করা হয়।
চক্রের অপর সদস্যদের গ্রেফতার করার চেষ্টা চলছে বলে জানান পিবিআই কর্মকর্তা।