চুয়াডাঙ্গার উথলীতে মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার উথলীতে মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার রাত পৌঁনে একটার দিকে উথলী স্টেশনের সামনে লুপ লাইনে বগিগুলো লাইনচ্যুত হয়। সকাল ৮ টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করেছে। এ ঘটনার পর উথলী রেলওয়ে স্টেশনের পাশে দর্শনা, আনছারবাড়িয়া ও সাবদালপুর স্টেশনে চারটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে ডিজেল ভর্তি করে নাটোরের উদ্দেশ্যে ৩০টি বগি নিয়ে মালবাহী ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনে আসে। দু’নম্বর লাইন থেকে এক নম্বরে ঢোকার সময় ৪বগি লাইনচ্যুত হয়। তিনি আরও জানান, ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেলা ১টা পর্যন্ত সময় লাগতে পারে।