গেল ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ছয় জেলায় ৩৬ জন মারা গেছেন
- আপডেট সময় : ০১:১৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
গেল ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ছয় জেলায় ৩৬ জন মারা গেছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে সাত ও উপসর্গে সাত জন মারা গেছেন।
চট্টগ্রামে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৪৪ জনকে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। মহানগর ও জেলার ১২ টি ল্যাব করোনা হাসপাতালের চিত্র পর্যালোচনা করে এই তথ্য জানিয়েছে সিভিল সার্জনের কার্যালয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আক্রান্ত হয়ে ২ এবং উপসর্গ নিয়ে ৫ জন মারা যান। তাদের মধ্যে ময়মনসিংহের ৪, জামালপুরের ২ এবং নেত্রকোণার এক জন ছিলেন।
এছাড়াও করোনা ও উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় ২,ঝিনাইদহে দুই ও দিনাজপুরে এক জন মারা গেছেন।