ঠুনকো অজুহাতে ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
করোনার ক্ষতি কাটিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে ছাত্র-শিক্ষকের প্রস্তুতির সময় ঠুনকো অজুহাতে ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে বিএনপি। এ নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ এনেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের শান্তি ও স্থিতি নষ্ট করতে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে দলটি। সোমবার সকালে তাঁর বাসভবনে ব্রিফিং এর সময় এ সব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আগেই আশংকা তৈরি হয়েছিল, ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করতে।
সাম্প্রদায়িক দানবদের সাথে নিয়ে বিএনপি অতিদানবীয় অপতৎপরতা চালাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন এদেশের রাজনীতিতে বিএনপিই হচ্ছে আসল দানবীয় শক্তি। তিনি বলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ জনমানুষের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে, আর বিএনপি এনে দিয়েছিলো পরনির্ভরতার শৃংখল।