বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার নোংরা রাজনীতিতে বিএনপি : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনার ক্ষতি কাটিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে ছাত্র-শিক্ষকগণ যখন প্রস্তুতি নিচ্ছে তখন বিএনপি ঠুনকো অজুহাতে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি জিয়াউর রহমানের মরদেহ নিয়েও অপরাজনীতি করছে।
সোমবার সকালে বাসভবনে নিয়মিত ব্রিফিং এ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করতে বিএনপি ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে। সাম্প্রদায়িক দানবদের সাথে নিয়ে বিএনপি অপতৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ তার।
শোকাবহ আগস্ট উপলক্ষে দুপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, কেবল রাজনীতির স্বার্থে কবর নিয়েও মিথ্যাচার করে বিএনপি।
আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, পরাশ্রয়ী আন্দোলন নির্ভর বিএনপি দেশের বিদ্যমান স্থিতি নষ্ট করতে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে।