পশ্চিমবঙ্গের প্রবীণ সাহিত্যিক বুদ্ধদেব গুহ পরলোকগমন করেছেন
- আপডেট সময় : ০৭:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের পশ্চিমবঙ্গের প্রবীণ সাহিত্যিক বুদ্ধদেব গুহ পরলোকগমন করেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। বুদ্ধদেব গুহের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দক্ষিণ কোলকাতার বেলভিউ হাসপাতালে রোববার রাত সাড়ে ১১টার দিকে বুদ্ধদেব গুহের মৃত্যু হয়। গত ৩১ জুলাই থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব গুহ। ৩৩ দিন চিকিৎসাধীন থেকে করোনামুক্ত হবার পর বাড়ি ফেরেন তিনি। তবে এবার আর হাসপাতাল থেকে বাড়ি ফেরা হলো না তার। হাসপাতাল সূত্রের খবর, করোনা-উত্তর সময়ে শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়ে। এছাড়া তার লিভার ও কিডনিতেও সমস্যা দেখা দেয়। বর্ষীয়ান সাহিত্যিক বুদ্ধদেব গুহ বহু কালজয়ী উপন্যাসের স্রষ্টা। তার উল্লেখযোগ্য লেখনী— ‘জঙ্গল মহল’, ‘বাবলি’, ‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘হলুদ বসন্ত’, ‘একটু উষ্ণতার জন্য’, ‘কুমুদিনী’, ‘খেলা যখন’, ‘চানঘরে গান’ সাহিত্য জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে।