যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় আইডার আঘাত
- আপডেট সময় : ০৮:০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় আইডার আঘাতের পর একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪০ কিলোমিটার।
রোববার ক্যাটাগরি-৪ হারিকেন হিসেবে এটি নিউ অরলিন্সে আঘাত হানে। তবে এখন এটি দুর্বল হয়ে ক্যাটাগরি-৩ হারিকেনে রূপ নিয়েছে। কোথাও কোথাও ঝড়ের কারণে ১৬ ফুট পর্যন্ত উচ্চতায় জলোচ্ছ্বাস হয়েছে। এর কারণে উপকূলের নিম্নভূমি প্লাবিত হয়েছে। লুইজিয়ানা অঙ্গরাজ্যে সাড়ে সাত লাখের বেশি মানুষ এখন বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, বিদ্যুৎ সেবা আগের অবস্থায় ফিরিয়ে আনতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। আইডা আঘাত হানার পর লুইজিয়ানা এবং মিসিসিপি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট বাইডেন। ঘূর্ণিঝড়ের পর উদ্ধার ও তল্লাশি অভিযানে সব ধরনের চেষ্টা চালানো হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।