গণতন্ত্র পুন:উদ্ধারে জনগণকে সাথে নিয়ে আন্দোলনের কোন বিকল্প নেই : বিএনপি
- আপডেট সময় : ০৪:৩৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
গণতন্ত্র পুন:উদ্ধারের সংগ্রামে জনগণকে সাথে নিয়ে আন্দোলনের কোন বিকল্প নেই বলে মনে করেন বিএনপির নেতা কর্মীরা। দলটির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এমন বক্তব্য উঠে আসে তৃনমূল নেতা কর্মীদের বক্তব্যে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় দলটির নেতাকর্মীরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ ছাড়া আলোচনা সভা ও দোয়া মাহফিল কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে জিয়া স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানানোর পর সমাবেশ করে বিএনপি। এসময় তারা খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারের পতনের হুঁশিয়ারি দেন।
রংপুরে পালিত হয়েছে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। দুপুরে নগরীর পায়রা চত্ত্বর থেকে জেলা বিএনপির নেতৃত্বে একটি রেলি বের হয়।
সীমিত আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী নগরীর মালোপাড়ায় দলের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন-ফেষ্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
দুপুরে খুলনায় দলীয় কার্যালয়ে সামনে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হয়। পরে খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ আয়োজনে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুপুরে দলীয় কার্যালয়ে বরিশাল মহানগরের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবে পৃথক আলোচনা সভায় সংগঠনটির মহানগর সভাপতি এবায়দুল হক চাঁন।
নানা আয়োজনে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নাটোরে। সকালে বিএনপি’র কার্য্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা করা হয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
ময়মনসিংহে পুলিশী বাঁধার মধ্যেই বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দক্ষিণ জেলা বিএনপি। সকাল থেকেই নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আসার পথে পুলিশী বাঁধার মুখে পড়ে। পরে শোভাযাত্রার পরিবর্তে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কুড়িগ্রামে বিএনপি পালন করে দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ।
জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ-এর নেতৃত্বে শহরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী,কেট কাটা ও আলোচনা সভায় আয়োজন করা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
ঝিনাইদহে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ওষুধ বিতরণ করে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
এছাড়াও চুয়াডাঙ্গা, লালমনিরহাট, সাতক্ষীরা, শেরপুর,সাভার,সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।