বঙ্গবন্ধুর খুনীদের পূনর্বাসন করেছিল জিয়াউর রহমান : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর খুনীদের পুনর্বাসন করেছিল জিয়াউর রহমান। আর স্বাধীনতা বিরোধীদের সংসদে বসিয়ে সমগ্র জাতিকে অপমান করেছেন খালেদা জিয়া। একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের প্রথম দিনে শোক প্রস্তাবের উপর আলোচনায় তিনি এ কথা বলেন। কোভিড পরিস্থিতির কারণে এবারের অধিবেশন মাত্র চার কর্মদিবস বসার কথা রয়েছে।
শুরু হলো একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার বিকাল পাঁচটায় চলমান একাদশ সংসদের বৈঠক শুরু হয়। স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত সংখ্যক সংসদ সদস্যদের নিয়ে বসে প্রথম দিনের অধিবেশন। কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকা সংসদ সদস্যরাই অধিবেশনে যোগ দিয়েছেন।
বিধি মোতাবেক অধিবেশনের শুরুতে স্পিকার প্রথমে সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন।
পরে আইনমন্ত্রী আনিসুল হক সংসদে একটি অধ্যাদেশ উত্থাপন করেন। এরপর চলতি সংসদের কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য মো. আলী আশরাফের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পীকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী।
শোক প্রস্তাবের উপর আলোচনায় যোগ দেন জেষ্ঠ্য সাংসদরা। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে সরব ছিলেন মোহাম্মদ আলী আশরাফ।
প্রধানমন্ত্রী বলেন, ভোটারবিহীন নির্বাচনের সূচনা করেছিল বিএনপি। ইনডেমনিটি আইন এর মাধ্যমে কেবল বঙ্গবন্ধুর খুনীদের বিচার বন্ধই করা হয়নি তাদের পুরষ্কৃত করেছিল বিএনপি।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারও সংক্ষিপ্ত হবে এ অধিবেশন। প্রতিদিন ১শ’ থেকে ১২০ জন সংসদ সদস্যের উপস্থিতিতে বসবে সংসদের বৈঠক।