চাহিদা মেটাতে ধানের গড় উৎপাদন দ্বিগুণ করতে হবে : কৃষিমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
আবাদী জমি কমে যাওয়ায় ,চাহিদা মেটাতে ধানের গড় উৎপাদন দ্বিগুণ করতে হবে। চেষ্টা করলে এটি অসম্ভব মনে করছেন না কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তবে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলছেন,এই চ্যালেঞ্জ মোকাবেলায় আবহাওয়াভিত্তিক কৃষি নির্ভরতা থেকে বেড়িয়ে আসতে হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গবেষনার তথ্যমতে , ১৯৮৬ সালে আবাদি জমি ছিল ৮১ লাখ ৫৮ হাজার হেক্টর। ২০০০ সালে তা কমে ৭১ লাখ ৯ হাজার হেক্টরে আসে। ২০০৩ সালে ৭০ লাখ ৮৭ হাজার হেক্টরে এসে দাঁড়ায়। গড়ে প্রতিবছর ৪০ হাজার একর আবাদি জমি হারিয়ে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে রাজধানীর একটি হোটেলে ধান গবেষণা ইন্সটিটিউটের বইয়ের মোড়ক উন্মোচন হয়ে গেল। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন,জনসংখ্যার চাপে প্রতিনিয়ত কমছে আবাদি জমি। তাই ফলন বাড়াতে আবহাওয়া ভিত্তিক কৃষি ব্যবস্থা থেকে বেড়িয়ে আসার আহবান জানান তিনি।
সবাই চেষ্টা করলে গড় উৎপাদন দ্বিগুন করার বিষয়ে আশাবাদী কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিজ্ঞানীদের ধানের নতুন নতুন জাত আবিষ্কারের আহবান জানানোর পাশাপাশি প্রযুক্তিকে কাজে লাগানোর পরামর্শ তার।
খাদ্য নিরাপত্তার সঙ্গে পুষ্টির বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেয়ার আহবান জানান মন্ত্রী।