সারাদেশে তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের করোনার টিকা দেয়ার সিদ্ধান্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
সারা দেশেই তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের করোনা ভাইরাসের টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
দুপুরে সাভারের রেডিও কলোনী এলাকায় আল মুসলিম গ্রুপের প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার গার্মেন্টসের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, করোনা কালীন সময়েও বাংলাদেশের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করেছে এবং রপ্তানী খাতে ১৩ পার্সেন্ট আয় বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমিক তাদের আরও সুযোগ সুবিধা দিলে কাজের মান আরও ভালো করবে বলেও জানান তিনি।