স্কুল শিক্ষার্থীদেরও সপরিবারে টিকা দেয়ার প্রস্ততি নিচ্ছে সরকার
- আপডেট সময় : ০৭:২২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে করোনার টিকার কোন সংকট নেই। স্কুল শিক্ষার্থীদেরও সপরিবারে টিকা দেয়ার প্রস্ততি নিচ্ছে সরকার। ডেঙ্গু থেকে বাঁচতে নিজের বাড়ী ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের দ্বিতীয় দিনে শোক প্রস্তাবের উপর আলোচনায় তিনি আরো বলেন, সরকার ও সিটি কর্পোরেশন নিজ দায়িত্ব পালন করছে। কিন্তু নাগরিকদেরও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষভাবে নজর দিতে হবে।
চলছে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন। দ্বিতীয় দিন বৃহস্পতিবারও শুরু হয় শোক প্রস্তাবের উপর আলোচনা দিয়ে। সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ।
সদ্য প্রয়াত সাংসদের জীবন, কাজ ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করেন সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, যারা জনগনের জন্য কাজ করে তাদের মৃত্যু দেশ ও জনগনের জন্য ক্ষতিকর।
সংসদকে তিনি জানান, করোনা সংক্রমন অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে সরকার। কিন্তু সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সরকার বিভিন্ন উৎস থেকে করোনার পর্যাপ্ত টিকা আনছে – উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনামত স্কুলের শিক্ষার্থীদেরকে সপরিবারে টিকা দেয়ার প্রস্ততি নেয়া হচ্ছে।
ডেঙ্গু থেকে বাঁচতে নিজের বাসা ও আশপাশে পরিষ্কার করে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংসদের রীতি অনুযায়ী শুক্রবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংসদ মুলতবি করা হয়েছে।